Header Ads

ছদাহার রত্ন অদম্য মেধাবী স্বাপ্নিক এই জিপিএ-5

ছদাহার রত্ন অদম্য মেধাবী স্বাপ্নিক এই জিপিএ - 5-

 বয় গুলো সহ গতকাল প্রকাশিত চলতি বছরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকলের প্রতি ছদাহা.CoM এর পক্ষ থেকে আন্তরিক উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা।
স্বপ্নপূরণে তোমাদের উচ্চশিক্ষার পথ সুগম হোক। স্বপ্নডানায় ভর করে একদিন স্বপ্নচূড়ায় আরোহণ করবে এই শুভ প্রত্যাশা রইলো!!!
বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছদাহার জিপিএ - ৫ প্রাপ্ত শিক্ষার্থীর তালিকা :
১, নাম: মুনতাসির সাজিদ
ফলাফল : জিপিএ - ৫
শিক্ষা প্রতিষ্ঠান : চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম।
ঠিকানা : আফজল নগর (৪), ছদাহা।
২, নাম: রিদুয়ান হোসাইন
ফলাফল : জিপিএ - ৫
শিক্ষা প্রতিষ্ঠান : হাজী মুহসিন কলেজ, চট্টগ্রাম।
ঠিকানা : ফজুর পাড়া (২), ছদাহা।
৩, নাম: মঞ্জুরুল আলম
ফলাফল : জিপিএ - ৫
শিক্ষা প্রতিষ্ঠান : আধুনগর ইসলামিয়া ফাযিল মাদ্রাসা, লোহাগাড়া।
ঠিকানা : বিছিন্যা পাড়া (২), ছদাহা।
এছাড়া আরও অনেকেই কয়েক পয়েন্টের জন্য এ প্লাস মিস করেছেন। সঙ্গত কারণে তাঁদের নাম উল্লেখ করতে পারছি না বলে আন্তরিক দুঃখিত।
বিঃদ্রঃ ভার্সিটি ভর্তি সংক্রান্ত যে কোন ধরনের সহযোগিতা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ!!! আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের পাশে থাকার।
ধন্যবাদ!!!

(প্রকাশক: ওমর ফারুক)

No comments

Powered by Blogger.