ছদাহা গাজা সহ এক নারী গ্রেফতার ( বিস্তারিত )
গত ১১ ই অক্টোবর গভীর রাতে ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মহিলাকে গ্রেফতার করেছে। তার নাম কুলসুমা বেগম (৩৫)। সে ছৈয়দাবাদ আজমপাড়া বদবর বাড়ীর আব্দুর রশিদের স্ত্রী। জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার দারোগা মোঃ মাহবুবুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ছদাহা ছৈয়দাবাদ আজমপাড়া বদবর আব্দুর রশিদের বাড়ীতে অভিযান চালিয়ে তার রান্না ঘরের মাচার উপর হইতে একটি সাদা প্লাস্টিকের বস্তা ভর্তি ১০ কেজি গাজা উদ্ধার করে। এসময় কুলসুমাকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে সাতকানিয়া থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু ।
No comments