Header Ads

ছদাহায় একটি ব্রিজের অভাবে দুই থেকে আড়াই হাজারের বেশি মানুষ কে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।


ছদাহায় একটি ব্রিজের অভাবে দুই থেকে আড়াই হাজারের বেশি মানুষ কে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
ছদাহার দক্ষিণ-পূর্ব সীমান্তে মরা খালের উপর এই কালভার্টের মধ্য দিয়ে নুনু চৌধুরী বাড়ি, রুদ্র পাড়া, ছহির পাড়া, মনির আহম্মদ চৌধুরী পাড়া, মাঝের
পাড়া, খন্দকার পাড়া, রাজবাড়ি সহ সাত আটটি গ্রামের আড়াই হাজার মানুষের চলাচল। এলাকার মানুষের সহযোগিতা ও স্বেচ্ছাশ্রমে একটি কালভার্ট নির্মিত হলেও বর্ষায় প্রায়শই কালভার্ট টি সংস্কার করতে হয়। কালভার্ট টি ছদাহা-পদুয়া দুই ইউনিয়নের মধ্যবর্তী সীমান্তে হওয়ায় তেমন একটা সরকারি অনুদান ও পাওয়া যায় না। ভারীবর্ষণ হলেই পানির চাপ সহ্য করতে না পেরে কালভার্ট টি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত কালভার্ট দিয়ে চলাচলে মানুষের দুর্ভোগের সীমা থাকে না।
মরা খালের এই স্থানে দীর্ঘদিন ধরে একটি ব্রিজের দাবি করে আসছে এলাকাবাসী। সরকারের বিভিন্ন পর্যায় থেকে বিভিন্নজন প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে স্থানীয় জনগণের দুর্ভোগও দূর হয়নি।
ব্রিজ না হওয়ায় এলাকার কৃষকরা তাদের উৎপাদিত ফসল, ব্যবসায়ীরা মালপত্র পরিবহনে ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানে আসা যাওয়ার পথে নিত্য সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী আজম খান জানান, একটি মাত্র ব্রিজের অভাবে আমাদের কষ্টের সীমা নেই। এক কিলোমিটার পথ পাড়ি দিতে তিন কিলোমিটার ঘুরতে হয়। যার ফলে দোকানের জিনিসপত্র আনতে পরিবহন খরচ দিগুণ পড়ে। এইখানে একটি ব্রিজ হলে আমাদের ব্যবসা-বাণিজ্য ও যাতায়াতের জন্য খুবই ভাল হয়।
ছদাহা.CoM এর পক্ষ থেকে কর্তৃপক্ষ ও সচেতন নাগরিকের দৃষ্টি আকর্ষণ করছি।


(প্রকাশক: রাকা )

No comments

Powered by Blogger.