Header Ads

"ছদাহা কে,ক উচ্চবিদ্যালয়ে সাবেক শিক্ষক লাঞ্চিত হামলার শিকার"

"ছদাহা কে,ক উচ্চবিদ্যালয়ে সাবেক শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্চিতওহামলার শিকার"


২০১১সালে বেসরকারি শিক্ষক হিসাবে নিয়োগ পান।তিনি খুবই আন্তরিকতার সাথে পাঠদান করতেন।তিনি অল্প সময়ে খুবই সুনাম অর্জন করছিলেন।গত বছর ২২শে আগষ্ট ২০১৫ইং ছাত্রকে শাসন করার অপরাদে তাকে বহিষ্কার করেন কতৃপক্ষ।(উল্লেখ্য ওই ছাত্র ক্লাসে মোবাইল নিয়ে ব্যাস্ত ছিল)।এর পরও ছাত্র ছাত্রীরা থেকে শিক্ষা নিতে আগ্রহি।তাই তাদের আবদার রাখতে গিয়ে প্রাইভেট হিসাবে শুধু একাউন্টিং বিষয়ে পডাতেন।কিছু দিন যাবৎ যারা শ্যামল সার থেকে পডতেন তাদের স্কুল থেকে বের করে দেওয়া সহ নানা হুমকি দেয় বলে জানা গেছে।তার প্রতিবাদ জানাতে ছদাহা কে,ক উচ্চ বিদ্যালয়ে যান তিনি।সেখানে তাকে লাঞ্চিত করে এবং মারধর করে।যা শিক্ষিত সমাজ থেকে কখনো গ্রহনযোগ্য নয়।এ ঘটনার সুষ্টু তদন্তের আশা ব্যাক্ত করেন সাধারন ছাত্র ছাত্রীরা।ছদাহার বিশিষ্ট জনদের হস্তক্ষেপ কামনা করছি।।

(প্রকাশক: রাইহান )

No comments

Powered by Blogger.