Header Ads

শিক্ষার অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা সফর।

শিক্ষার অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা সফর। জীবনের সাথে শিক্ষার সম্পর্ক যেমন নিবিড় , শিক্ষার সাথে সফরের সম্পর্কও তেমনি নিবিড়। তাই সফর শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ। শিক্ষার প্রতিটি ক্ষেত্রেই সফরের গুরুত্ব রয়েছে। এর মাধ্যমে আমরা বাস্তবে কোন বিষয় জানতে ও দেখতে পারি এবং ব্যবহারিক জীবনে তা প্রয়োগ করতে পারি। শিক্ষা সফর মানুষের সৌন্দর্য ও জ্ঞান পিপাসা বাড়ায়। মানুষকে বিশাল পৃথিবীর অন্তহীন সৌন্দর্য ও রহস্যের মধ্যে অবগাহন করার সুযোগ করে দেয়। তাই জীবনে বৈচিত্র আনয়নে , অভিজ্ঞতা অর্জন ও সৌন্দর্য পিপাসা নিবৃত্ত করার জন্য ভ্রমণ/শিক্ষা সফর করা উচিত।
কিন্তু, ছদাহায় ২০ - ২৫ টি বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও এই ব্যাপারে খুবই উদাসীন। কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন দর্শনীয় কিংবা শিক্ষণীয় উল্লেখযোগ্য এলাকা দর্শনে নিয়ে যাওয়ার দৃশ্য খুব একটা চোখে পড়ে না। যদিও ব্যতিক্রমী প্রতিষ্ঠান হিসাবে আফজল নগর দাখিল মাদ্রাসা শিক্ষা সফর - ১৭ আয়োজন করেছে। যার ফলে পুঁথিগত বিদ্যার বাইরে শিক্ষার্থীদের কিছু দেখার, জানার ও বুঝার সুযোগ হয়না।
আমরা আশা রাখি, আর্থিক সীমাবদ্ধতা ও সার্বিক সমস্যা কাটিয়ে প্রতিবছর ছদাহার সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মনের চোখে অজানাকে জানার জন্য, অদেখাকে দেখার জন্যে, পরিচিত গণ্ডির বাইরে অপরিচিত জগৎটাকে দেখার জন্যে, অন্তরের আকুল আগ্রহ পূরণের জন্যে প্রতি বছর শিক্ষা সফর এর আয়োজন করবে। যাতে করে শিক্ষার্থীদের মনের সুপ্ত প্রবৃত্তির বিকাশ ঘটে, জ্ঞানের দ্বার উন্মোচন করে।

No comments

Powered by Blogger.