ছদাহার গৌরবময় ঐতিহ্যমন্ডিত ফলসমাহারের অন্যতম ফল 'বাঙ্গী
ছদাহার গৌরবময় ঐতিহ্যমন্ডিত ফলসমাহারের অন্যতম ফল 'বাঙ্গী '।আঞ্চলিক ভাষায় আমরা বাকী বলে থাকি।যেসব ফল ছদাহার ঐতিহ্যকে লালন করে কৃষাণের মনে প্রাণের সঞ্চার আনে তার নমুনা এই ফল।ফল পাকার প্রায় ১ মাসের মধ্যে শেষ হয়ে যায় এটি।সকাল-বিকাল পাকে এই ফল।প্রতিদিন সকালে খাঁচায় ভার করে বিক্রি করে কৃষকেরা।ব্যবসায়ীরা ক্রয় করে দেশের বিভিন্ন অঞ্চল,হাট-বাজারে বিক্রি করে এই ফল।ছদাহার সুখ্যাতি এনেছে এই ফল।দেশের অন্য কোথাও এই ফলের চাষ হয় কিনা জানা নেই। কিন্তু বর্তমানে ছদাহায় এই ফলের চাষ আগের তুলনায় হ্রাস পাচ্ছে। দেখা মতে একটি বাঙ্গী ১ মণের ও বেশী ওজনের হয়।তবে,এখন তা দেখা যায় না।অন্যান্য ঐতিহ্যের ফলসমুহের মধ্যে রয়েছে- বেগুন,আলু,তরমুজ, মরিচ,মিষ্টিকুমড়া ইত্যাদি।
No comments