ছদাহার বিভিন্ন সমস্যার মধ্যে এখন আরো একটি সমস্যা দেখা দিয়েছে আর তা'হলো যুকিপুর্ণ পরিবেশ। (বিস্তারিত)
ছদাহার বিভিন্ন সমস্যার মধ্যে এখন আরো একটি সমস্যা দেখা দিয়েছে আর তা'হলো যুকিপুর্ণ পরিবেশ।
তার জন্য দায়ী আমাদের সচেতন ব্যাক্তিগুলো।গত কয়েক বছর ধরে আমাদের বাড়ীর (ছদাহা নুনু চৌধুরী বাড়ীর) পশ্চিম পার্শে বেশ কয়েকটি ইটের ভাটা (ব্রিক ফিল্ড) গড়ে উঠেছে,এই ভাটা গুলোর কারণে যে সমস্যা হচ্ছে তা অত্যান্ত ঝুকিপুর্ণ বলে এলাকার সাধারণ মানুষ মনে করেন।প্রথমত কালো ধোঁয়ায় এলাকার পরিবেশ নষ্ট করতেছে,গাছের ফসল,খ্যাতে কৃষকেরা আশা সরুপ ফসল পাচ্ছে না,কৃষি জমি গুলো থেকে মোটা কংকের টাকার বিনিময়ে কেটে নিয়ে যাওয়া হচ্ছে উর্ভর মাঠিগুলো,বন থেকে হাজার হাজার গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছে প্রতি বছর।মাঠি এবং গাছের ট্রাকগুলো চলাচলের কারণে এলাকার বিভিন্ন সড়ক নষ্ট হয়ে যাওযায় সাধারণ মানুষের দুঃখ কষ্টের শেষ নেই,অনেক সময় রাস্তাগুলো চলা চলের অযোগ্য হয়ে পড়ে,
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীসহ এলাকার সাধারণ মমানুষ যাওয়া আসার সময় নিয়ন্ত্রহীন ট্রাকগুলো চলা চলের কারণে যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে,পুর্ব দিখে খোর্দ্দকেঁওচিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম দিখে ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয় থাকা সত্যেও এই ভাটা গুলো কোন কিছুর তোয়াক্কা না করে ইচ্ছে মত রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়টি নিয়ে চেয়ারম্যান মেম্বারসহ সকলের জনমত ও পরামর্শ আশা করতেছি।
প্রকাশক: সাইফুর রহমান চৌধুরী (সাইফুল)
No comments