বন্যহাতির কি দোষ করেছে ছদাহার কৃষকরা...........
বন্যহাতির কি দোষ করেছে ছদাহার কৃষকরা...........
সাতকানিয়া উপজেলার ছদাহার কৃষকরা কি দোষ করেছে বন্যহাতির|কেন কৃষকদের কষ্টার্জিত ফসল আমন ধান ধবংস করে দিচ্ছে বন্যহাতির পাল|আমন মৌসুমে সৃজিত ধান ক্ষেতের উৎপাদনে কৃষকরা বিপুল অর্থায়ন ও কঠোর পরিশ্রম করে ফসল উপার্জন করে ঘরে তোলার আগে ধানক্ষেতেই ধান খেয়ে ফসল নষ্ট করছে রাক্ষুসী বন্যহাতিরা|কৃষকরা বন্যহাতির কবল থেকে ধান এবং ক্ষেতখোলা রক্ষা করার জন্য যত রকমের কৌশল প্রয়োগ করেছে সব কৌশল ব্যর্থ হয়েছে,এত কিছু করার পরেও হাতি তাড়াতে পারছেনা কৃষকরা|কৃষকেরা হাতির পিছনে ধাওয়া দিতে গিয়ে উল্টো হাতির ধাওয়া খেয়ে জীবন বাচাঁতে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে এবং নিজের চোখের সামনে ধানী ফসল বিলিয়ে দিচ্ছে হাতির মুখে|এভাবে বন্যহাতির আক্রমনে জান মাল এবং ফসল ধবংস হচ্ছে একের পর এক তবুও হাতির প্রতিরোধের কোন ব্যবস্থা হচ্ছেনা|এখন সরকারের কাছে আকুল আবেদন ছদাহার কৃষকদের বাচাঁন,ও বন্যহাতির পালকে নিয়ন্ত্রন করুন|
No comments