Header Ads

চিকিৎসার জন্য টাকা প্রয়োজন নাইমার ।

ছদাহা ৭ নং ওয়ার্ডের অন্তর্গত জানার পাড়ার জান্নাতুল নাঈমা তামান্না। হতদরিদ্র দিনমজুর ওসমান গণির মেয়ে।


আপনার অভিযোগ জানাতে মেইল করুন : Ccc.Abirpaik@gmail.com


 পড়াশোনা করছে শাহ আমানত একাডেমীর ১ম শ্রেণীতে, মেধাবী ছাত্রী বলা যায় ; শ্রেণী রোল এক । সে আর দশটা সাধারণ মেয়ের মতো নয়। জন্মের পর থেকে পুরো শরীরে পোড়া ও ফোসকা পড়েছে। সারা শরীরে ফোসকায় ত্বক লালচে রং ধারণ করছে। সুস্থ স্বাভাবিক জীবন থেকে এক প্রকার বিচ্ছিন্ন। প্রথম দিকে আশশেফা হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ জোনাইদ আহমদ থেকে চিকিৎসা নিলেও অবস্থার তেমন একটা সুবিধা না হওয়ায় ডাক্তারের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মেডিকেলে নিয়মিত চিকিৎসার পাশাপাশি পরবর্তীতে বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে বোর্ড গঠন করে চিকিৎসা দেওয়া হয়। ডাক্তারের ভাষ্য মতে, এই রোগের চিকিৎসা ব্যয়বহুল। তাছাড়া দীর্ঘদিন নিয়মিত চিকিৎসায় রোগীর রোগমুক্তি হবে। ওসমান গণির সামর্থ ও ধারদেনা করে কিছুদিন চিকিৎসা করেছেন। চার মেয়ের অভাবের সংসারে দিনমজুর ওসমান গণি বেশি দিন চিকিৎসা চালিয়ে যেতে পারেন নি। যার ফলে তামান্না অসম্পূর্ণ চিকিৎসায় রয়ে যায়।
এলাকার বিত্তবানরা যদি তামান্নার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসতেন তাহলে তামান্না অন্যদের মতো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতো।
আপনারা যে যেভাবে পারেন তামান্নার সহায়তায় এগিয়ে আসুন।
আপনার একটু আধটু সহায়তা অনেক বড় ফান্ড হয়ে তামান্নার ব্যয়বহুল চিকিৎসা সম্ভব। প্লিজ সবাই এগিয়ে আসুন।
যোগাযোগ-০১৮৪৫৫০৩৩৫১.
ওসমান গনি,
রমজান আলি মাষ্টার বাড়ি সংলগ্ন।
জানার পাড়া,ছদাহা।
অথবা,
মোঃ হেলাল উদ্দীন ( চাচাতো ভাই)
একাউন্ট নং: ২০৩৬০৯২৬০৯০৩৫,
লালদিঘী শাখা, আইএফআইসি ব্যাংক।
বিকাশ: ০১৮১৯৬৭৫৬৮৩।
সরাসরি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন।

(প্রকাশক: ওমর ফারুক)

No comments

Powered by Blogger.