ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহামদ উচ্চ বিদ্যালয় নিয়ে আলোচনা । বিস্তারিত
ছদাহা.CoM : ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহামদ উচ্চ বিদ্যালয়।
সাতকানিয়া উপজেলার মিঠাদিঘী বাজার সংলগ্ন আরাকান সড়কের পাশে অবস্থিত ছদাহা ও সাতকানিয়ার অন্যতম বিদ্যাপীঠ। গ্রামের অবহেলিত, শিক্ষার আলো বঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষা নিশ্চিত করতে ১৯৮৬ সালে এলাকার বিত্তবানদের সহায়তা ও দানে নিম্ন মাধ্যমিক স্কুল হিসাবে যাত্রা করে। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার ক্ষেত্রে যাঁরা সবচেয়ে বেশি অবদান রেখেছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলো ১. জনাব মরহুম কেফায়েত উল্লাহ, ২. জনাব মরহুম কবির আহমদ সওদাগর।
প্রতিষ্ঠার পর থেকে ছদাহার প্রত্যন্ত অঞ্চলে জ্ঞানের আলো প্রজ্বলিত করার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে স্কুলটি। ছদাহার আলোকবর্তিকার গুরুত্বপূর্ণ অংশ মনে করা হয় এই স্কুল কে। ছদাহার নব্য শিক্ষিত প্রজন্ম ও ছদাহা.CoM এর অধিকাংশ সক্রিয় সদস্য এই স্কুলের গর্বিত প্রাক্তন ছাত্র। এই স্কুলের শিক্ষার্থীরা দেশের নানা পদে ও গৌরবে অবস্থান করে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বর্তমানে স্কুলের শিক্ষার্থী সংখ্যা ১৬০৩ জন। তন্মধ্যে ছাত্র - ৬৬৮, ছাত্রী - ৯৩৫ জন। স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ নবী চৌধুরীর দক্ষ পরিচালনা ও তত্বাবধানে ২৩ জন শিক্ষকের নিবিড় পরিচর্যা ও আন্তরিক পাঠদানে চলছে শ্রেণী ও প্রশাসনিক কার্যক্রম। প্রতিবছর স্কুলের শিক্ষার্থীরা স্থানীয় ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠেয় বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্বের পরিচয় দিয়ে আসছে। পাবলিক পরীক্ষায় স্কুলের সাফল্য ঈর্ষণীয় ও চোখে পড়ার মতো। চলতি বছরের এসএসসি পরীক্ষায় ১ জন গোল্ডেন এ প্লাস সহ ৪ জন এ প্লাস পাওয়ার কৃতিত্ব অর্জন করেছে। এ ছাড়া অনেক এ গ্রেড সহ শতভাগ পাসের কাছাকাছি ছিল চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল।
স্কুলে রয়েছে সবুজ আচ্ছাদিত বিশাল মাঠ, একটি মসজিদ, অফিস সহ ৩ টি পাকা ভবন, দেশি বিদেশি বই নিয়ে সমৃদ্ধ লাইব্রেরি।
স্কুলে ছাত্র সংসদ এর বতর্মান সভাপতি হিসাবে আছেন মোহাম্মদ রিয়াজ এবং সরকার দলীয় নতুন ছাত্র প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মেধাবী মুখ ইমতিয়াজ খান আরভি।
প্রতিষ্ঠাতা সদস্য এম.এ ইসহাক স্কুল পরিচালনা কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।
No comments