Header Ads

ছদাহার ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ জুনায়েদ আলম

মোহাম্মদ জুনায়েদ আলম, ছদাহার ক্রীড়া ব্যক্তিত্ব, যিনি স্কুল জীবন থেকে ক্লাসের সহপাঠী ও জুনিয়রদের নিয়ে ছদাহার ক্রিকেট প্রসারে অগ্রে ভূমিকা পালন করেছিল। প্রথম কোন ব্যক্তি, যিনি ছদাহার প্রত্যন্ত ওয়ার্ড থেকে প্রতিভাবান ক্রিকেটাদের জড়ো করে অঘোষিত 'ছদাহা ক্রিকেট একাদশ' নামে পনের সদস্যের ক্রিকেট দল সাজিয়ে ছদাহাকে সাতকানিয়ার মধ্যে সমীহ করার মত দলে পরিণত করেছিলেন। আমার সুভাগ্য হয়েছিল সে একাদশের স্ট্রাইক বোলারের ভূমিকা পালন করার। উনি ম্যাচ জেতার প্রত্যয় নিয়ে মাঠে নামতো, এমনি দেখেছি দলের খেলোয়াড়দের পারফরমেন্স বৃদ্ধিতে আদেশ আবার শাসন করতো। কিন্তু উনি কখনো আমাকে শাসন করতো না। কারণটা ঠিকই বুঝেছিলাম আমি, মেজাজ গরম হলে আমার অতিরিক্ত রান খরচে হবে কনফার্ম। বাইতুল ইজ্জত বর্ডার গার্ড একাদশ থেকে বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা ছিল। ১৯৯৬ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত পুরো সাতকানিয়াতে ছদাহা ক্রিকেটের রাজত্ব ছিল। ক্রিকেটের সোনালি দিনগুলোর কথা ভেবে এটা আমার নস্টালজিক পোস্ট। সোনালী সে যুগের যেসব তারকা এখনো আমার স্মৃতিকে উজ্জীবিত করে, তাদেরকে সম্মান ও শ্রদ্ধা নিবেদন করছি।

১) মোহাম্মদ জুনায়েদ আলম ভাই (মুফতি বাড়ী)
২) আরিফ ভাই(মুফতি বাড়ী)
৩) মোহাম্মদ জসিম উদ্দীন ( মুফতি বাড়ী)
৪) মোহাম্মদ তারেক ( মুফতি বাড়ী)
৫) নান্নু ভাই ( রোয়াজির পাড়া)
৬) সাইফুল ইসলাম ( রোয়াজির পাড়া)
৭) দিদারুল ইসলাম ( রোয়াজির পাড়া)
৮) আবু হুমায়ুন টিটু ( কালু সিকদার বাড়ী)
৯) মিনহাজুল ইসলাম ( কালু সিকদার বাড়ী)
১০) সোলায়মান রাশেদ ( কালু সিকদার বাড়ী)
১১) বাসু ( কামার পাড়া)
১২) ভবতোষ ( কামার পাড়া)
১৩) সুমন ( কামার পাড়া)
১৪) আমজাদ হোসেন ( মিয়া বাড়ী)
১৫) বিজয় চক্রবর্তী (স্কুল শিক্ষক)
১৬) কাঞ্চন চক্রবর্তী
আমি আপনাদের সারাজীবন কৃতজ্ঞচিত্তে স্মরণ করে যাবো।
কারণ, আনন্দ ও ভালবেসে ক্রিকেটা উপভোগ করতাম আমরা সবাই। আমাদের মধ্যে ক্ষেপ মারার প্রবণতা ছিল না। বিনা পারিশ্রমিকে আমাদের সকলে অন্য দলের হয়েও খেলতাম। কিন্তু সাতকানিয়ার অন্যান্য ইউনিয়নের খেলোয়াড়রা পারিশ্রমিক ছাড়া খেলত না।

প্রকাশক: টিটু হোমাযন

No comments

Powered by Blogger.