পূর্ব ছদাহার রিদুয়ানুল হক পারভেজ চলতি বছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাস
পূর্ব ছদাহার রিদুয়ানুল হক পারভেজ চলতি বছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাস করেছে। ৮০.২৫ পেয়ে সে মেধাক্রম ৩৪২ তম হওয়ার যোগ্যতা অর্জন করেছে। আবেদন প্রক্রিয়া শেষে পারভেজ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পাবে। এর আগে সে ২০১৫ সালে শাহ মজিদিয়া মাদ্রাসা থেকে দাখিল ও ২০১৭ সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি কৃতিত্বের সাথে পাস করেন । তাঁর বাড়ি ৩ নাম্বার ওয়ার্ডের অন্তর্গত পূর্ব ছদাহার পাহাড়কুল।
তাঁর অসাধারণ কৃতিত্বে আমরা খুবই আনন্দিত!
তাঁর প্রতি রইল উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা!
তাঁর পথচলা শুভ হোক।
No comments