Header Ads

মেম্বারের হাতে এই প্রথম বরাদ্দ পাওয়া উন্নয়ন মূলক কাজ সড়ক ব্রিক সলিং আজিমপুর পেতির জামে মসজিদ সদক

আল্লাহর অশেষ রহমতে 5 নং ওয়ার্ডের মেম্বার এর প্রথম বরাদ্দ পাওয়া উন্নয়ন মূলক কাজ আজিমপুর পেতির জামে মসজিদ সড়ক ব্রিক সলিং দ্বারা উন্নয়নের কাজ দিয়ে শুরু করলেন 5 , নং ওয়ার্ডের মেম্বার জনাব মো: জাহেদুল ইসলাম (রুবেল)। এবং সেই সাথে এলাকার উন্নয়ন করার সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানায় । দ্রুত গতিতে কাজটি বরাদ্দ পাওয়ার জন্য মেম্বার   ধন্যবাদ জানায় ...... যার হাত ধরে এগিয়ে যাচ্ছে মডেল ছদাহা ইউনিয়ন,উন্নয়নের অগ্রদূত,ছদাহার মাটি ও মানুষের অবিভাবক,দুই দুই বার নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান জনাব মোশাদ হোসাইন চৌধুরী। মহান আল্লাহর কাছে উনার দীর্ঘায়ু কামনা করি।






No comments

Powered by Blogger.