মাদক দ্রব্য যুদ্ধের চেয়ে ভয়াবহ। যুদ্ধ একটি সমাজ ও দেশকে বাইর থেকে ধ্বংস করে কিন্তু মাদক একটি দেশ, সমাজ কে ভিতর থেকে ধ্বংস করে। ইদানীং ছদাহায় মাত্রাতিরিক্ত হারে বাড়ছে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীর সংখ্যা। পরিশ্রম ছাড়া অল্পদিনেই বড়লোক হওয়ার আশায় অনেক সম্ভাবনাময় তরুণ জড়িয়ে পড়ছে এই পেশায়। যা তাঁদের শুধু সোনালি ভবিষ্যৎ নষ্ট করছে না, সমাজ ও রাষ্ট্রের জন্য বোঝা হয়ে পড়ছে। মাদকদ্রব্য এলাকার স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করার পাশাপাশি বৃদ্ধি করছে নানা সামাজিক সমস্যা। এই অবস্থা চলতে থাকলে ছদাহা মাদকের স্বর্গরাজ্য উপনামে ছদাহা কুখ্যাতি লাভ করবে। ঘোড়া লাগামছাড়া হওয়ার আগে ব্যবস্থা নিতে হবে! অন্যথায়, পিছিয়ে থাকা ছদাহার যুবসমাজ কে আরও যুগ যুগ পিছিয়ে রাখবে মাদকের এই ভয়াবহতা।
প্রাথমিকভাবে মাদকাসক্তদের পুনর্বাসন ও সুষ্ঠু স্বাভাবিক জীবনে যাপনে এবং মাদক ব্যবসায়ীদের পেশা পরিবর্তে সহযোগিতা করুন। মাদকের সাথে সংশ্লিষ্ট ও জনসাধারণকে এর ভয়াবহ দীর্ঘস্থায়ী ফলাফল তুলে ধরুন, কাজ না হলে সামাজিক ভাবে বয়কট করুন। এতেও কাজ না হলে প্রতিহত করে প্রতিরোধ গড়ে তুলুন, প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিন। এইক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে পাড়া ও সমাজ ভিত্তিক গড়ে উঠা সামাজিক সংগঠন। গ্রুপে অনেক সংগঠনের প্রতিনিধি আছেন, ছোট করে হলেও অন্তত একটা করে মাদকবিরোধী জনসচেতনতামূলক কর্মসূচি ঘোষণা করুন। এতে পুরোপুরি নির্মূল না হলেও কিছুটা কমে আসবে।
মাদকমুক্ত ছদাহা ও যুবসমাজ রক্ষায় সর্বোপরি আলোকিত ছদাহা গঠনে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসুন। অন্যথায়, এর ফলাফল আপনি ও পরবর্তী প্রজন্মকে চরমভাবে ভোগ করতে হবে।
জনস্বার্থে চাইলে কমেন্ট মেনশন, ট্যাগ, শেয়ার করতে পারেন! কিংবা আপনিও পোস্ট করুন।
ছদাহা.CoM
No comments