Header Ads

বিঞ্জপ্তি: ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় (বিস্তারিত)


চট্রগ্রামের অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন CTG BLOOD BANK পরিবার বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা সহ স্বেচ্ছায় রক্তদানের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচী নিয়ে এবার আসছে আপনার এলাকায়।
সাতকানিয়ার ছদাহার খোর্দ্দরকেঁওচিয়া নুনু চৌধুরী বাড়িতে আগামীকাল (১২-১০-১৬ইং) রোজ বুধবার "খোর্দ্দকেঁওচিয়া ঐক্য পরিষদ" এর উদ্যোগে CTG BLOOD BANK এর সহযোগীতায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

এই কর্মসূচীর মাধ্যমে যে কোন মানুষ চাইলে মাত্র দুই মিনিটেই সম্পূর্ণ বিনামূল্যে নিজের রক্তের মূল্যবান গ্রুপ জেনে নিতে পারবেন।
স্থান: খোর্দ্দকেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ । নুনু চৌধুরী বাড়ি, ছদাহা, সাতকানিয়া চট্টগ্রাম।

তারিখঃ ১২/১০/১৬ইং, রোজ মঙ্গলবার

(প্রকাশক: নজরুল)

No comments

Powered by Blogger.